অগ্রিম কর সমন্বয় | Advance Tax Adjustment | Professionals TaxVAT

Professionals TaxVAT | Advance Tax Adjustment

অগ্রিম কর সমন্বয় | Advance Tax Adjustment | Professionals TaxVAT

পূর্বের বছর বেশি কর দেয়া থাকলে কীভাবে সমন্বয় করবেন?

অনেক সময় দেখা যায়, আগের বছর যে রিটার্ন দিয়েছিলেন তখন বেশি কর দেয়া হয়েছিল। যদি এমন হয়, তাহলে যত টাকা কর বেশি দিয়েছিলেন তা এ বছর করের সঙ্গে সমন্বয় করতে পারবেন। এখন জানব আপনি কীভাবে পূর্বের বছরে বেশি কর দেয়া থাকলে এ বছর সমন্বয় করবেন।

আপনি প্রথমে আপনার করযোগ্য আয়ের ওপর করদায় বের করুন। করদায় কীভাবে গণনা করতে হবে তা আগেই জানিয়েছি। করদায় গণনার পর আপনি কর রেয়াত বাদ দিন। বাদ দেয়ার পর আপনার যে নীট করদায় আছে তা থেকে এ বছরের উৎসে কর কর্তন বাদ দিন । বাদ দেয়ার পর এবার আপনি গত বছর যেটুকু কর বেশি দিয়েছিলেন তা বাদ দিন। তাহলেই আপনার সমন্বয় করা হয়ে যাবে।

এভাবে বাদ দেয়ার পর যে করদায় থাকবে তা আপনি চালানের মাধ্যমে জমা দিয়ে রিটার্ন দাখিল করলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

যদি গত বছরের অতিরিক্ত কর বাদ দেয়ার পর দেখেন এবারও বেশি দেয়া হয়েছে তাহলে আপনাকে আর নতুন করে রিটার্নের সঙ্গে কর দিতে হবে না। শুধু রিটার্ন ফরম পূরণ করে দরকারি কাগজপত্রসহ ট্যাক্স সার্কেলে দাখিল করলেই হবে।

যেমন, আপনার কর রেয়াত-পরবর্তী নীট করদায় হলো ৭,০০০ টাকা। এ বছরের উৎসে কর্তনকৃত কর ৫,০০০ টাকা বাদ দেয়ার পর বাকি থাকে ২,০০০ টাকা। গত বছর আপনি বেশি কর দিয়েছিলেন ৩,০০০ টাকা। তাহলে আপনার এখনো ১,০০০ টাকা বেশি কর দেয়া আছে। তাই আপনাকে এ বছর আর রিটার্ন দাখিল করার সময় কর দিতে হবে না। শুধু রিটার্ন দাখিল করলেই হবে।

 

এ বছর বেশি কর দেয়া থাকলে কী করবেন?

এ বছর বেশি কর দেয়া থাকলে আগামী বছর করদায়ের সঙ্গে সমন্বয় করতে পারবেন। উপরে জেনেছি পূর্বের বছর বেশি কর দেয়া থাকলে কীভাবে এ বছর সমন্বয় করতে হবে। আর এখন জানব এ বছর বেশি কর দেয়া থাকলে কী করব।

আপনি কীভাবে বুঝবেন আপনার এ বছর বেশি কর দেয়া হয়েছে?

প্রথমে আপনি করযোগ্য আয়ের ওপর মোট করদায় গণনা করুন। ইতোমধ্যেই আগের পোস্টগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আয় থেকে করযোগ্য আয়, বিনিয়োগ ভাতা, কর রেয়াত এবং করদায় কীভাবে গণনা করতে হয় তা জেনেছেন। আপনি যখন কর রেয়াত-পরবর্তী নিট করদায় পেয়ে যাবেন তখন তা থেকে উৎসে কর এবং অগ্রিম কর (যদি থাকে) বাদ দিন। বাদ দেয়ার পর যদি দেখেন, নেগেটিভ ফিগার আসছে তাহলে আপনার এ বছর বেশি কর দেয়া হয়েছে।

এক্ষেত্রে আপনাকে আর নতুন করে রিটার্নের সঙ্গে কর দিতে হবে না। শুধু রিটার্ন ফরম পূরণ করে দরকারি কাগজসহ ট্যাক্স সার্কেলে জমা দিলেই হবে। আপনি যখন দেখবেন আপনার এ বছর বেশি কর দেয়া হয়েছে তখন আপনাকে একটি বিষয় যাচাই করে নিতে হবে। আপনার যদি গাড়ি থাকে তাহলে তার রেজিস্ট্রেশনের সময় ২৫,০০০ টাকা অগ্রিম কর দিয়েছিলেন। যদি দেখেন আপনার করদায় এই ২৫,০০০ টাকা থেকে কম তাহলে কিন্তু আপনি পরের বছর এই বেশিটুকু সমন্বয় করতে পারবেন না।

গতকালের লেখায় এই সম্পর্কে বিস্তারিত বলেছি। আপনি আবার পড়ে নিতে পারেন । যেমন, আপনার যদি কর রেয়াত-পরবর্তী নীট করদায় আসে ২০,০০০ টাকা। কিন্তু আপনার গাড়ির জন্য অগ্রিম কর দেয়া হয়েছে ২৫,০০০ টাকা। তাহলে এই যে ৫,০০০ টাকা আপনি এ বছর বেশি কর দিয়েছেন তা আগামী বছর করদায় থেকে বাদ দিতে পারবেন না। অর্থাৎ এই ৫,০০০ টাকার সুবিধা আপনি আগামী বছর ভোগ করতে পারবেন না।

তবে আপনার যদি গাড়ি না থাকে এবং যদি দেখা যায় আপনার কর রেয়াত-পরবর্তী নীট করদায় থেকে উৎসে কর বাদ দেয়ার পর বেশি কর দেয়া হয়েছে তাহলে আপনি পরের বছর করদায় থেকে বাদ দিতে পারবেন। যেমন, আপনার যদি এ বছর কর রেয়াত-পরবর্তী নীট করদায় ৮,০০০ টাকা আসে এবং উৎসে কর ১০,০০০ টাকা হয়, তাহলে আপনি এখানে ২,০০০ টাকা বেশি কর দিয়েছেন। এই কর আগামী করবর্ষে যখন রিটার্ন দাখিল করবেন তখন করদায় থেকে বাদ দিয়ে দেখাতে পারবেন।

কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই উৎসে কর এবং অগ্রিম কর বাদ দেয়ার পর কিছু করদায় রয়ে যায়। এই করদায় রিটার্নের সঙ্গে জমা দিতে হয়।

 

Bangladesh Professionals VAT & Tax Law Firm