আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থতার জরিমানা | Professionals TaxVAT

সময়মতো আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা প্রদানে বাধ্য থাকিবেন

ধারা-২৬৬ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা 

যেক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ ছাড়া, ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ অধীন কোন ব্যাক্তি আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার  উক্ত ব্যাক্তির সর্বশেষ  নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা করতে পারবেন। যা ন্যূনতম ১ (এক) হাজার টাকা হবে এবং ব্যর্থতা অব্যাহত রাখলে প্রতিদিনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা হারে জরিমানা আরোপ করতে পারবেন।

এছাড়া ধারা ১৭৭ এর অধীন কোন রিটার্ন, তথ্য দাখিল করতে ব্যার্থ হলে নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে অথবা ৫ (পাঁচ) হাজার টাকা, দুটির মধ্যে যেটি বেশী, সে পরিমাণ জরিমানা আরোপ হতে পারে। ধারা ১৪৫ এর অধীনে কোনো সার্টিফিকেট প্রদান না করলে উপকর কমিশনার ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা করতে পারবেন অথবা মাসিক ১ (এক) হাজার টাকা হারে জরিমানা করতে পারেন। ধারা ২০০ অনুযায়ী কোন তথ্য দাখিল না করলে আয়কর কর্তৃপক্ষ ব্যাক্তিকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করতে পারবেন এবং যতদিন পর্যন্ত ব্যক্তি তথ্য দাখিল না করবেন , দৈনিক ৫ (পাঁচ) শত টাকা হারে অতিরিক্ত  জরিমানা আরোপ করতে পারবেন।