কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়? | Professionals TaxVAT

Professionals TaxVAT

কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়? | Professionals TaxVAT

  • পুঁজিবাজারে নিবন্ধিত কোনো শেয়ার, মিউচুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার।
  • বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিজ ৫,০০,০০০ টাকা পর্যন্ত ।
  • কোন সিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ বাৎসরিক ১,২০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস ।
  • জীবন বীমা প্রিমিয়াম (বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০%)। স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কোম্পানি এবং চাকরিজীবী করদাতার কন্ট্রিবিউশন ।
  • সরকারি কর্মকর্তার প্রভিডেন্ড ফান্ডে কন্ট্রিবিউশন ।
  • কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে কন্ট্রিবিউশন।
  • সুপার অ্যানুয়েশন ফান্ডে কন্ট্রিবিউশন ।

 

মোহাম্মদ আদনান

আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড