গাড়ির অগ্রিম কর কীভাবে সমন্বয় করবেন? | Advanced Tax | Professionals TaxVAT
- আগে ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য অগ্রিম কর ছিল ১৫,০০০ টাকা। ২০২০-২১ আয়বছর থেকে তা বাড়িয়ে করা হয়েছে ২৫,০০০ টাকা। একবারেই ১০,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী অগ্রিম কর বৃদ্ধিকরা হয়েছে।
- তবে আপনার যদি একক বা যৌথ মালিকানায় একাধিক গাড়ি থাকে তাহলে প্রতিটির ক্ষেত্রেই তখন অগ্রিম করের পরিমাণ ৫০% বেড়ে যাবে। ধরুন, আপনি প্রথম গাড়ির রেজিস্ট্রেশন নবায়ন করার জন্য ২৫,০০০ টাকা দিয়েছেন। এখন আপনার যদি আরেকটি ১৫০০ সিসি পর্যন্ত গাড়ি থাকে তাহলে দ্বিতীয় গাড়ি নবায়ন করতে আপনাকে ৩৭,৫০০ টাকা দিতে হবে।
- তাহলে আপনি বুঝতেই পারছেন এই বছর আপনার অগ্রিম কর বাবদ অনেক টাকা সরকারকে আয়বছর শেষ হওয়ার আগেই দিতে হচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন অথবা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ণ হওয়ার আগেই এই অগ্রিম কর প্রদান করতে হয়। যেক্ষেত্রে প্রতিবছর ফিটনেস নবায়ন হয় না, সেক্ষেত্রে আয়বছর শেষ হওয়ার আগেই এই অগ্রিম কর পরিশোধ করতে হয়।
- এখন গাড়ির জন্য যে আপনি অগ্রিম কর পরিশোধ করছেন তা নিয়মিত উৎসের আয়ের ওপর যে কর এসেছে তার বিপরীতে সমন্বয় করতে পারবেন। আপনি যদি চাকরি করেন তাহলে আগেই অনুমান করুন সারাবছর ধরে আপনার বেতন খাত থেকে কত করযোগ্য আয় হতে পারে এবং সেই করযোগ্য আয়ের ওপর এবার আপনি করধাপ ব্যবহার করে আপনার করদায় বের করুন।
- আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে অ্যাকাউন্টস বা এইচআর বিভাগে জানিয়ে দিন আপনার গাড়ি রয়েছে, যার ওপর আপনি অগ্রিম কর দিয়ে থাকেন এবং তারা যেন তা বিবেচনায় নিয়ে প্রতিমাসে উৎসে কর কর্তন করেন। তাহলে প্রতিমাসে আপনার করের পরিমাণ কমবে।
- আর যদি দেখা যায়, আপনার করদায় ২৫,০০০ টাকার কম তাহলে বলুন আপনার মাসিক বেতন থেকে উৎসে কর কর্তন না করে সম্পূর্ণ বেতন আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিতে। কারণ, কোনো আয়বছরে নিয়মিত উৎসের আয়ের ওপর প্রযোজ্য করদায় যদি অগ্রিম কর অপেক্ষা কম হয় তাহলে ওই অগ্রিম করই হবে আপনার করদায় এবং ওই অগ্রিম কর ফেরতযোগ্য হবে না বা আগের বছরের কর দাবির সঙ্গে সমন্বয়ও করা যাবে না।
- অর্থাৎ দেখা গেল, আপনার করদায় এসেছে ১৫,০০০ টাকা। কিন্তু আপনি গাড়ির জন্য অগ্রিম কর দিয়েছেন ২৫,০০০ টাকা। আপনি যেহেতু আগেই আপনার প্রতিষ্ঠানে জানিয়ে দিয়েছেন তাই তারা আর আপনার মাসিক বেতন থেকে উৎসে কোনো কর কর্তন করেনি। তাই আপনি ১৫,০০০ টাকা সমন্বয় করতে পেরেছেন। আর বাকি যে ১০,০০০ টাকা সমন্বয় করতে পারলেন না তা আপনি ফেরত পাবেন না। অর্থাৎ ২৫,০০০ টাকাই আপনার করদায় ৷
মোহাম্মদ আদনান
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড