গাড়ির অগ্রিম কর কীভাবে সমন্বয় করবেন? | Advance tax on cars in Bangladesh | Professionals TaxVAT

Car_Advanced Taxগাড়ির অগ্রিম কর কীভাবে সমন্বয় করবেন? | Advance tax on cars in Bangladesh | Professionals TaxVAT

১৫০০ সিসি পর্যন্ত গাড়ির অগ্রিম কর ১ জুলাই ২০২০ থেকে দশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থ আইন- ২০২০-এর মাধ্যমে প্রাইভেট মোটর গাড়ির মালিকদের অগ্রিম আয়কর বৃদ্ধি করা হয়েছে। গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে। অর্থ আইন-২০২১-এর মাধ্যমে ইলেকট্রিক গাড়িকেও এই করের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগে ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য অগ্রিম কর ছিল ১৫,০০০ টাকা। ২০২০-২১ আয়বছর থেকে তা বাড়িয়ে করা হয়েছে ২৫,০০০ টাকা। একবারেই ১০,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও গাড়ির ধরন ও ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী অগ্রিম কর বৃদ্ধি করা হয়েছে।

তবে আপনার যদি একক বা যৌথ মালিকানায় একাধিক গাড়ি থাকে তাহলে প্রতিটির ক্ষেত্রেই তখন অগ্রিম করের পরিমাণ ৫০% বেড়ে যাবে। ধরুন, আপনি প্রথম গাড়ির রেজিস্ট্রেশন নবায়ন করার জন্য ২৫,০০০ টাকা দিয়েছেন। এখন আপনার যদি আরেকটি ১৫০০ সিসি পর্যন্ত গাড়ি থাকে তাহলে দ্বিতীয় গাড়ি নবায়ন করতে আপনাকে ৩৭,৫০০ টাকা দিতে হবে।

তাহলে আপনি বুঝতেই পারছেন এই বছর আপনার অগ্রিম কর বাবদ অনেক টাকা সরকারকে আয়বছর শেষ হওয়ার আগেই দিতে হচ্ছে। গাড়ির রেজিস্ট্রেশন অথবা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ণ হওয়ার আগেই এই অগ্রিম কর প্রদান করতে হয়। যেক্ষেত্রে প্রতিবছর ফিটনেস নবায়ন হয় না, সেক্ষেত্রে আয়বছর শেষ হওয়ার আগেই এই অগ্রিম কর পরিশোধ করতে হয়।

এখন গাড়ির জন্য যে আপনি অগ্রিম কর পরিশোধ করছেন তা নিয়মিত উৎসের আয়ের ওপর যে কর এসেছে তার বিপরীতে সমন্বয় করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার আয়কর আইনজীবীর সহায়তায় গাড়ীর অগ্রিম কর বেতনের করের বিপরীতে সমন্বয় করলে প্রতিমাসে করের পরিমাণ কমে যাবে।

 

আপনি ২০২২-২৩ আয়বর্ষে যে অগ্রিম কর ইতোমধ্যেই গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী দিয়েছেন তা কোথায় দেখাবেন? বা কীভাবে সমন্বয় করবেন? 

আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন তাহলে করদায় থেকে কর রেয়াত বাদ দিয়ে নিট করদায় বের করবেন। সেখান থেকে উৎসে কর কর্তন বাদ দেবেন। গাড়ির রেজিস্ট্রেশন বাবদ আপনি যে কর দিয়েছেন তা হলো অগ্রিম কর । উৎসে কর কর্তন বাদ দেয়ার পর এবার আপনি অগ্রিম কর বাদ দিন।

আপনি প্রয়োজনে ‘বেসরকারি চাকরিজীবী করদাতার করদায় গণনা’ লেখাটি দেখে নিতে পারেন। বাদ দেয়ার পর যে করদায় থাকবে তাই আপনাকে চালানের মাধ্যমে জমা দিয়ে রিটার্নের সঙ্গে দাখিল করতে হবে।

 

Bangladesh Professionals VAT & Tax Law Firm