জাল টিআইএন ব্যবহারের জরিমানা | Professionals TaxVAT

Income Tax
জাল টিআইএন ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ

ধারা-২৬৮ অনুযায়ী জাল করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহারের জন্য জরিমানাঃ

যেক্ষেত্রে কোনো ব্যক্তি তার রিটার্নে বা কোনো দলিলে, তার করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) এর পরিবর্তে, অন্য কোনো ব্যক্তির অথবা জাল করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহার করেন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর অনধিক ২০ (বিশ) হাজার টাকা জরিমানা আরোপ করতে পারবেন।