ধারা-২৮২। উপকর কমিশনারের নিকট জরিমানা আদেশ প্রেরণ | Professionals TaxVAT
আপিল ট্রাইব্যুনাল বা উপকর কমিশনার ব্যতীত অন্য কোনো আয়কর কর্তৃপক্ষ এই অংশের আওতায় যদি কোনো জরিমানা আরোপের আদেশ প্রদান করে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে উক্ত আদেশের একটি অনুলিপি উপকর কমিশনার বরাবর প্রেরণ করতে হবে এবং সে কারণে জরিমানা আদায়ের সাথে সম্পৃক্ত এই আইনের সকল বিধানাবলি এরূপে কার্যকর হবে যেন উক্ত আদেশ উপকর কমিশনার প্রদান করেছেন।