ধারা-২৭০ অনুযায়ী নোটিশের অমান্যতার জন্য জরিমানাঃ
কোনো ব্যক্তি যৌক্তিক কারণ ছাড়া, ধারা ১৬৭, ১৬৮, ১৭৯, ১৮১ বা ১৮৩ এর অধীন জারীকৃত কোনো নোটিশ অমান্য করেন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর এরূপ জরিমানা ধার্য করতে পারবেন যা তার মোট আয়ের উপর আরোপযোগ্য করের বেশী হবে না।