পোর্ট ক্লিয়ারেন্স | Port Clearance of Vessels | Professionals TaxVAT

customs, excise duty and VAT | Professionals TaxVAT

পোর্ট ক্লিয়ারেন্স | Port Clearance of Vessels | Professionals TaxVAT

পোর্ট-ক্লিয়ারেন্স(Port Clearance) ছাড়া কোন জাহাজ কাস্টমস বন্দর হতে প্রস্থান করতে পারবে না, জাহাজ বোঝাই বা খালি যে অবস্থাতেই থাকুক না কেনো, এবং জাহাজের মাস্টার পোর্ট ক্লিয়ারেন্স পেশ না করলে কোন পাইলট জাহাজের দায়িত্ব গ্রহণ করবেন না; এমনকি, যথোপযুক্ত কর্মকর্তা লিখিত অনুমতি প্রদান না করা পর্যন্ত জাহাজ ব্যতীত অন্য কোন যানবাহন কাস্টমস-স্টেশন, কাস্টমস-বিমানবন্দর হতে প্রস্থান করবে না।
কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা-২(টট) তে বলা আছে, “রপ্তানি মেনিফেস্ট” অর্থ ধারা ৫৩ এর অধীনে অর্পিত কোন রপ্তানি মেনিফেস্ট এবং বোর্ড যেরূপ নির্ধারিত করে সেইরূপ ক্ষেত্রে, সেইরূপ পদ্ধতিতে এবং সেইরূপ বিবরণ সম্বলিত ইলেকট্রনিক মাধ্যম প্রেরিত রপ্তানি মেনিফেস্ট ইহার অন্তর্ভুক্ত।
কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা-৫৩ এর হেডিং হচ্ছে “জাহাজের পোর্ট-ক্লিয়ারেন্সের জন্য আবেদন (Application for port-clearance of vessels)”। ধারা-৫৩ তে বলা আছে, জাহাজের মাস্টার পোর্ট-ক্লিয়ারেন্সের জন্য জাহাজটির প্রস্তাবিত প্রস্থানের কমপক্ষে ২৪ ঘণ্টা পুর্বে আবেদন করবেন। তবে কমিশনার অব কাস্টমস অথবা এর জন্য ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা লিপিবদ্ধ কোন বিশেষ কারনে আবেদনপত্র আরো কম সময়ে পেশ করার অনুমতি দিতে পারেন।
মাস্টার যদি একজন নিবন্ধিত ব্যবহারকারী হন তখন তিনি আবেদনপত্র কাস্টমস কম্পিউটার সিস্টেমে প্রেরনের মাধ্যমে পেশ করতে পারবেন এবং এভাবে আবেদনপত্র পেশ করলে তা যথাযথভাবে স্বাক্ষরিত হয়েছে বলে গণ্য হবে।
নির্ধারিত ফরমে এই আবেদনটি করতে হয়, এক্ষেত্রে জাহাজে যা যা রপ্তানি করা হবে সেসকল পণ্যের বর্ণনা লিপিবদ্ধ করে দুই প্রস্থ রপ্তানি মেনিফেস্ট মাস্টার স্বাক্ষর করে যথোপযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করবেন। এসময়, আমদানি মেনিফেস্টে প্রদর্শিত সকল পণ্য, ভাণ্ডার সামগ্রী, যা নামানো হয়নি, জাহাজে ভোগ করা হয়নি, ট্রানশিপ করা হয়নি তা পৃথক পৃথকভাবে প্রদর্শন করবেন।
এখানে আরো বলা আছে, কমিশনার অব কাস্টমসের সাধারন নির্দেশাবলীর অধীনে কর্মরত যথোপযুক্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে বিল অব এক্সপোর্ট বা অন্যান্য দলিলপত্র, জাহাজের প্রস্থান, গন্তব্যস্থান সকল বিষয়ে প্রশ্ন করতে পারেন এবং মাস্টারকে তা দাখিল করতে হবে। তবে শর্ত হচ্ছে, মাস্টার যদি একজন নিবন্ধিত ব্যবহারকারী হন তবে এ বিষয়গুলো কাস্টমস কম্পিউটার সিস্টেমে প্রেরনের করতে পারবেন এবং প্রেরিত দলিলপত্র স্বাক্ষরিত হয়েছে বলে গণ্য হবে।
ধারা ৪৫ এর আমদানি মেনিফেস্টের সংশোধন সম্পর্কিত বিধানাবলী প্রয়োজনীয় সংশোধনসহ ধারা ৫৪ এর অধীন অর্পিত রপ্তানী মেনিফেস্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

Bangladesh Professional VAT and Tax Law Firm