প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে শূন্য হারে ভ্যাট প্রযোজ্য হয় এবং রপ্তানির সকল সুবিধা পাওয়া যায়। কোনো একটা সরবরাহ প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে গণ্য হবে কিনা এ নিয়ে মাঝে মাঝে জটিলতার সৃষ্টি হয়।
যদি বৈদেশিক মুদ্রায় ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট আসে এবং যদি ব্যাংক থেকে পিআরসি বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ইস্যু করা হয়, তাহলে সে সরবরাহ প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে গণ্য হবে, এই হলো মূল কথা।
এনক্যাশমেন্ট সার্টিফিকেট থাকলে প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে গণ্য হবে ।
এই মর্মে হাইকোর্টের আদেশ রয়েছে। রীট পিটিশন নং-৪১৩২/২০০২ এর বিপরীতে হাইকোর্ট কর্তৃক এমন একটি আদেশ দেয়া হয়েছে। ১১ বিএলসি ১৮০তে আদেশটি সন্নিবেশিত আছে।