বকেয়া কর ও ব্যাংক হিসাব ফ্রীজ | Tax Arrears and Bank Account Freeze | Professionals TaxVAT
বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে (ধারা ৯৫) খেলাপি করদাতার ব্যাংক হিসাব কমিশনার বা DRO (debt recovery officer) কোন প্রতিষ্ঠানের ব্যাংক কর্তৃপক্ষের নিকট bank account freeze করার জন্য মুসক-১২.৯ এ পরোয়ানা জারি করবেন। ব্যাংক কর্তৃপক্ষ জারিকৃত পরোয়ানা প্রাপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে bank account freeze করবে এবং মুসক-১২.১০ এ প্রতিপালন প্রতিবেদন পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে পরোয়ানা জারিকারি কর্মকর্তার নিকট প্রেরন করবেন। বিষয়টি নিষ্পত্তি হলে, নিস্পত্তির ৩ কার্যদিবসের মধ্যে পরোয়ানা জারিকারি কর্মকর্তা মুসক-১২.১১ এ ব্যাংক হিসাব পরিচালনাযোগ্য করার একটি সনদ জারি করবেন যার প্রেক্ষিতে ব্যাংক, প্রতিষ্ঠানের freeze করা bank account সচল করে দিবেন। [মুল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা,২০১৬ এর বিধি-৬৪]
কমিশনার একজন খেলাপি করদাতাকে নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে বকেয়া কর কিস্তিতে পরিশোধ করার অনুমতি প্রদান করতে পারবেন এবং কোন কিস্তি পরিশোধে ব্যর্থতার কারনে উক্তরূপ অনুমতি বাতিল করতে পারবেন। প্রদত্ত কিস্তিতে বকেয়া কর পরিশোধের সময়সীমা ১২ মাসের অতিরিক্ত হবেনা। [ ধারা-১০৬]
ধারা ১০৬ (১) অনুযায়ী খেলাপী করদাতার লিখিত আবেদনের ভিত্তিতে কমিশনার ১০৬(২) অনুযায়ী কিস্তির সংখ্যা নির্ধারন করতে পারবেন। আবেদন করার সময় মোট বকেয়া করের অনুন্য ১০% পরিশোধ করতে হবে। [বিধি-৯৪]
Bangladesh Professionals VAT and Tax Law Firm