বিমোচন জরিমানা কী ও কেন | Professionals TaxVAT
কাস্টমস আইন, ১৯৬৯- এর ধারা-১৮১ তে “বাজেয়াপ্ত পণ্যের পরিবর্তে জরিমানা পরিশোধের ঐচ্ছিক বিকল্প”-র কথা বলা আছে যা “বিমোচন জরিমানা” নামে পরিচিত। সহজ করে বললে বলা যায় যে বাজেয়াপ্তির পরিবর্তে যে জরিমানা আরোপ করা হয় তা হচ্ছে বিমোচন জরিমানা। তাই “বিমোচন জরিমানা” শব্দটি শুনলে প্রথমে বিষয়টি বুঝতে সমস্যা হয় যেহেতু এই শব্দটি এভাবে কোথাও লিখা নেই।
ধারা-১৫৬ অনুযায়ী যে বিষয়গুলো অপরাধ তা ঘটালে বাজেয়াপ্তির পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারন দর্শানো নোটিশ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয় কারন কাস্টমসে সরাসরি কোন পণ্য বাজেয়াপ্তি করা বা অর্থদণ্ড আরোপ করা যাবেনা যদি না পন্যের মালিক দোষ স্বীকার করে সংক্ষিপ্ত বিচারাদেশ চান। কোন পণ্য বাজেয়াপ্তকরনের আদেশ প্রদানকারী কর্মকর্তা পণ্যের মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পণ্য বাজেয়াপ্তির পরিবর্তে যেরূপ মনে করেন সেরূপ জরিমানা পরিশোধ করার ঐচ্ছিক বিকল্পের সুযোগ দিতে পারেন। এই জরিমানাই “বিমোচন জরিমানা” নামে পরিচিত। আইনের অধীন আমদানি নিষিদ্ধ পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
Bangladesh Professionals VAT and Tax Law Firm