রিটার্ন দাখিল করলেই কি কর দিতে হয়? | Professionals TaxVAT
রিটার্ন দাখিল করলেই কি কর দিতে হয়? এই প্রশ্নের সহজ উত্তর হলো, না ৷
তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হয়। কিছু ক্ষেত্রে আপনার আয় করমুক্ত সীমা অতিক্রম করুক বা না করুক, আপনাকে বাধতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে ।
এখন যাদের টিআইএন আছে এবং রিটার্ন দাখিল করছেন, তাদের দুটি দলে ভাগ করতে পারি। এক, যাদের আয় নেই; কিন্তু বাধতামূলকভাবে আইন অনুযায়ী রিটার্ন দাখিল করতে হচ্ছে।
এক্ষেত্রে যেহেতু আপনার করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করেনি তাই আপনাকে কোনো কর দিতে হবে না। শুধু রিটার্ন ফরম পূরণ করে আপনার নির্ধারিত ট্যাক্স সার্কেলে জমা দিলেই আপনার দায়িত্ব শেষ। যেটাকে কেউ কেউ শূন্য রিটার্নও বলে থাকেন । অর্থাৎ, যেহেতু আপনার আয়করের পরিমাণ শূন্য, তাই আপনি শূন্য রিটার্ন দাখিল করেছেন ।
যেমন ধরুন, একজন গৃহিণী প্রতি মাসে কিছু করে সঞ্চয় করেন। এভাবে একটা নির্দিষ্ট সময় পরে ছয় লাখ টাকা হয়েছে এবং এই টাকা দিয়ে তিনি সঞ্চয়পত্র কিনেছেন। এখন সঞ্চয়পত্র কিনতে যেহেতু টিআইএন লাগে, তাই তিনি টিআইএন নিয়েছেন। বছরশেষে তিনি সুদ পেয়েছেন, যা করমুক্ত সীমা অতিক্রম করেনি । কিন্তু আইন অনুযায়ী তাকে রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু তার আয় করমুক্ত সীমা অতিক্রম করেনি, তাই তাকে কোনো কর দিতে হবে না । শুধু রিটার্ন ফরম পূরণ করে নির্ধারিত ট্যাক্স সার্কেলে জমা দিলেই হবে।
আর যদি আপনার করযোগ্য আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে তাহলে আপনাকে কর দিতে হবে। সেক্ষেত্রে করযোগ্য আয়ের ওপর করধাপ অনুযায়ী করহার ব্যবহার করে করদায় গণনা করতে হবে এবং তা থেকে কর রেয়াত বাদ দিয়ে যা থাকবে তা আপনাকে কর হিসেবে দিতে হবে।
এভাবে করদায় গণনার পর যদি দেখা যায়, আপনার আয়কর একটা নির্দিষ্ট অংকের চেয়ে কম তাহলেও আপনাকে আয়কর দিতে হবে, যা ন্যূনতম কর হিসেবে পরিচিত।
এখন প্রশ্ন হচ্ছে, ন্যূনতম কর কত?
করদাতার অবস্থানভেদে ন্যূনতম কর নির্ধারিত হয়। আপনার অবস্থান যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হয় তাহলে আপনার ন্যূনতম কর হবে পাঁচ হাজার টাকা। আর অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য চার হাজার টাকা। সিটি করপোরেশন এলাকার বাইরে যদি করদাতার অবস্থান হয় সেক্ষেত্রে ন্যূনতম কর হবে তিন হাজার টাকা ।
যেমন, আপনার অবস্থান যদি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হয় এবং করদায় অনুযায়ী করহার ব্যবহার করে কর গণনার পর যদি দেখা যায় আপনার কর আসছে তিন হাজার টাকা তাহলে আপনাকে ন্যূনতম কর হিসেবে পাঁচ হাজার টাকাই দিতে হবে।
কিছু ক্ষেত্রে দেখা যায়, বিশেষত যারা চাকরি করেন, তাদের ট্রান্সফার করা হয় । সেক্ষেত্রে করদাতা যে স্থানে সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থান অনুযায়ী ন্যূনতম কর ধার্য হবে।
আবার কিছু ক্ষেত্রে দেখা যায়, করদায় ন্যূনতম কর থেকে বেশি; কিন্তু কর রেয়াত বাদ দেয়ার পর করদায় ঋণাত্মক। সেক্ষেত্রেও উক্ত করদাতাকে ন্যূনতম কর দিতে হবে। অর্থাৎ, করদায় ন্যূনতম কর অপেক্ষা কম হলে, অথবা কর রেয়াত বিবেচনার পর প্রদেয় কর ন্যূনতম করের কম, শূন্য বা ঋণাত্মক হলেও করদাতাকে তার অবস্থানভেদে ন্যূনতম কর দিতে হবে।
নিচে টেবিলের মাধ্যমে জেনে নিন আপনার অবস্থানভেদে ন্যূনতম কর :
এলাকার বিবরণ | ন্যূনতম কর (টাকা) |
ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৫,০০০ |
অন্যান্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৪,০০০ |
সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা | ৩,০০০ |
আপনার করযোগ্য আয় যখন করমুক্ত আয়ের সীমা অতিক্রম করবে তখন ওপরের টেবিলে উল্লিখিত হারে আপনাকে ন্যূনতম কর দিতে হবে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে, আপনার করমুক্ত সীমা কত?
করমুক্ত সীমা See more…
মোহাম্মদ আদনান
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড