করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করলেই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে।
২০২৩-২৪ কর বর্ষে একজন পুরুষ করদাতার জন্য করমুক্ত আয়ের সীমা হলো ৩,৫০,০০০ টাকা। আর একজন মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমা হলো ৪,০০,০০০ টাকা। যদি ২০২২-২৩ আয় বছরে আপনার করযোগ্য আয় এই সীমা অতিক্রম করে তাহলে আপনাকে অবশ্যই এই বছর রিটার্ন দাখিল করতে হবে।
আপনি বিগত বছরে রিটার্ন দাখিল করেছিলেন কারন আপনার করমুক্ত আয়ের সীমা অতক্রম করেছিলো কিন্তু এই বছর আপনার আয় করমুক্ত সীমা অতিক্রম করেনি । তারপরেও আপনাকে বাধ্যতামূলকভাবে এই বছর রিটার্ন দাখিল করতে হবে।
বিগত বছরে যদি আপনি রিটার্ন দাখিল করে থাকেন এবং পরবর্তী বছরে যদি আপনার করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম নাও করে তাহলেও আপনাকে বাধ্যতামূলকভাবে পরবর্তী তিন বছর রিটার্ন দাখিল করে যেতে হবে।
এছাড়াও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম না করলেও বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হয়। যেমন, আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন বা নিতে আগ্রহী হন, বা আপনি ৫,০০,০০০ টাকার অধিক যদি সঞ্চয়পত্র কিনে থাকেন তাহলে আপনার আয় যাই থাকুক না কেন আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে। করমুক্ত আয়ের সীমা অতিক্রম না করলেও কাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক আইনে তার একটা তালিকা রয়েছে ।
করমুক্ত আয়ের সীমা অতিক্রম না করলেও কাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।
- ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল;
- ৫ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলা;
- ১০ লাখ টাকার অধিক মেয়াদী আমানত খোলা ও বহাল রাখা
- ৫ লাখ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়;
- করারোপযোগ্য আয় না থাকলেও যদি ২০ লাখ টাকার অধিক ঋণ গ্রহণ করেন;
- বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে;
- মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
- সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তির জন্য ও নবায়নেরজন্য;
- কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখাতে;
- সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার অধিক জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;
- যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে;
- সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
- সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহালরাখতে;
- কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
- কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাকারীর বা সেবা প্রদানকারির;
- দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে,
- কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে;
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্তে ভবন নির্মাণের নকশা দাখিলকালে ।