করদাতার অবস্থানভেদে ন্যূনতম কর নির্ধারিত হয়। আপনার অবস্থান যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হয় তাহলে আপনার ন্যূনতম কর হবে পাঁচ হাজার টাকা। আর অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য চার হাজার টাকা। সিটি করপোরেশন এলাকার বাইরে যদি করদাতার অবস্থান হয় সেক্ষেত্রে ন্যূনতম কর হবে তিন হাজার টাকা ।
কিছু ক্ষেত্রে দেখা যায়, করদায় ন্যূনতম কর থেকে বেশি; কিন্তু কর রেয়াত বাদ দেয়ার পর করদায় ঋণাত্মক। সেক্ষেত্রেও উক্ত করদাতাকে ন্যূনতম কর দিতে হবে। অর্থাৎ, করদায় ন্যূনতম কর অপেক্ষা কম হলে, অথবা কর রেয়াত বিবেচনার পর প্রদেয় কর ন্যূনতম করের কম, শূন্য বা ঋণাত্মক হলেও করদাতাকে তার অবস্থানভেদে ন্যূনতম কর দিতে হবে।
নিচে টেবিলের মাধ্যমে জেনে নিন আপনার অবস্থানভেদে ন্যূনতম কর :
এলাকার বিবরণ | ন্যূনতম কর (টাকা) |
ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৫,০০০ |
অন্যান্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতা | ৪,০০০ |
সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা | ৩,০০০ |