করদাতাভেদে করমুক্ত আয়ের সীমা নির্ধারিত হয়।
যেমন, পুরুষ করদাতা, মহিলা করদাতা, ৬৫ বছর–ঊর্ধ্ব করদাতা ইত্যাদি।
ক্র.নং | করদাতা | করমুক্তসীমা (টাকা) |
০১ | সাধারণ পুরুষ করদাতা | ৩,৫০,০০০ |
০২ | মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা | ৪,০০,০০০ |
০৩ | তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী ব্যক্তি করদাতা | ৪,৭৫,০০০ |
০৪ | গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা | ৫,০০,০০০ |
কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বেশি হবে। যেমন, কোনো পুরুষ করদাতার যদি একজন প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার করমুক্ত আয়ের সীমা হবে ৪,০০,০০০ টাকা আর যদি দুজন প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে করমুক্ত আয়ের সীমা হবে ৪,৫০,০০০ টাকা ।
ঠিক একইভাবে যদি একজন মহিলা করদাতার প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে তার করমুক্ত আয়ের সীমা হবে ৪,৫০,০০০ টাকা এবং দুজন হলে ৫,০০,০০০ টাকা ।
তবে বাবা এবং মা, দুজনই যদি করদাতা হন তাহলে দুজনের মধ্য থেকে যে কোনো একজন এই ৫০,০০০ টাকা বেশি দেখিয়ে করমুক্ত আয়ের সীমা বের করবেন।