ধারা-২৬৭। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হিসাব রক্ষণাবেক্ষণ না করার জরিমানা:
(১) যেক্ষেত্রে স্পর্শযোগ্য (tangible) সম্পত্তি ভাড়া হইতে আয় নাই এইরূপ কোনো ব্যক্তি, যুক্তিসঙ্গত কারণ ছাড়া, ধারা ৭২ (হিসাব রক্ষণ পদ্ধতি) এর উপধারা-৩ (বোর্ড, বিধি দ্বারা, কোনো ব্যবসা, বা কোনো শ্রেণির ব্যবসা, বা অন্য কোন উৎস বা কোনো উৎসের আয়ের জন্য হিসাবরক্ষণ পদ্ধতি ও অন্যান্য যাচাই মানদন্ড নির্ধারণ করতে পারবে) অনুসারে বা উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিপালনে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার তার উপর নিম্নবর্ণিতভাবে জরিমানা আরোপ করতে পারবেন, যথা:-
(ক) তার প্রদেয় করের অনধিক দেড়গুণ পরিমাণ; এবং
(খ) উক্ত ব্যক্তির মোট করমুক্ত আয় সীমার মধ্যে হলে ৫ (পাঁচ) হাজার টাকা।
(২) যেক্ষেত্রে স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে আয় রয়েছে এরূপ কোনো ব্যক্তি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, ধারা ৭২ এর উপ-ধারা (৩) অনুসারে বা উক্ত ধারার উদ্দেশ্যে প্রণীত কোনো আদেশ বা বিধিমালার বিধান পরিপালনে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার তার উপর স্পর্শযোগ্য সম্পত্তি ভাড়া হতে অর্জিত আয়ের জন্য প্রদেয় করের ৫০% (পঞ্চাশ শতাংশ) বা ৫ (পাঁচ) হাজার টাকা, দুটির মধ্যে যেটি বেশী, সে পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন।