অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানা | Professionals TaxVAT

Income Tax and VAT
অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হলে আয়কর বিধি মোতাবেক জরিমানা প্রদান করতে হবে

ধারা-২৬৯ অনুযায়ী অগ্রিম কর, ইত্যাদি পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানাঃ

অংশ ১০ এর আওতায় কর নির্ধারণ সম্পর্কীয় কোনো কার্যক্রম চলাকালে উপকর কমিশনার এমর্মে সন্তুষ্ট হন যে, কোনো ব্যক্তি- (ক) যৌক্তিক কারণ ছাড়া, ধারা ১৫৪ এর বিধান অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হয়েছেন; বা (খ) ধারা ১৫৫ এর অধীন তার দ্বারা প্রদেয় করের এরূপ কোনো প্রাক্কলন দাখিল করেন যা জানামতে অসত্য, সেক্ষেত্রে তিনি উক্ত ব্যক্তির উপর সর্বোচ্চ এরূপ পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন যা উক্ত ব্যক্তির প্রদেয় কর ও প্রকৃতপক্ষে পরিশোধিত কর, এই দুইয়ের মধ্যে ব্যবধানের বেশী নয়।