ধারা-২৭২। আয় গোপন করিবার জন্য জরিমানা | Professionals TaxVAT

Income Tax and VAT

ধারা-২৭২ অনুযায়ী আয় গোপন করিবার জন্য জরিমানা:

এই আইনের অধীন কোনো কার্যক্রম চলাকালে, কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হন যে, কোনো ব্যক্তি, উক্ত কার্যক্রমে কিংবা একই আয়বর্ষের কর নির্ধারণ সম্পর্কিত পূর্ববর্তী কোনো কার্যক্রমে তার আয়, সম্পদ, দায়, ব্যয়ের তথ্য বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যা করদাতার প্রদেয় অঙ্কের সাথে সম্পর্কযুক্ত তা অসত্য পরিমাণে প্রদর্শনের মাধ্যমে এই আইনের অধীন প্রদেয় অঙ্কের ফাঁকি দিয়েছেন, তাহলে উক্ত কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির উপর ক+খ এর সমপরিমাণ জরিমানা আরোপ করবে। নিম্নোক্ত হিসাব অনুযায়ী জরিমানা আরোপিত হবে।

ক =      ফাঁকি দেওয়া অঙ্ক × ১৫%,

খ =      ফাঁকি দেওয়া অঙ্ক × ১০% × গ,

গ =      অসত্য পরিমাণে তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে সংঘটিত হইয়াছে সেই করবর্ষ হইতে উক্ত অসত্য পরিমাণে তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে উদ্ঘাটিত হইয়াছে সেই করবর্ষ পর্যন্ত মোট বৎসর।