ধারা-২৭৪। জাল নিরীক্ষা প্রতিবেদন(অডিট রিপোর্ট) দাখিলের জন্য জরিমানা | Professionals TaxVAT

Income Tax and VAT

ধারা-২৭৪। জাল নিরীক্ষা প্রতিবেদন(অডিট রিপোর্ট) দাখিলের জন্য জরিমানা:

যেক্ষেত্রে এই আইনের অধীন কোনো কার্যক্রম চলাকালে, উপকর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার (আপিল), কমিশনার (আপিল) অথবা আপিল ট্রাইব্যুনাল সন্দেহাতীতভাবে এই মর্মে সন্তুষ্ট হন যে, করদাতা কর্তৃক কোনো আয়বর্ষের জন্য রিটার্নের সহিত বা পরবর্তী সময়ে দাখিলকৃত নিরীক্ষা প্রতিবেদনটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক স্বাক্ষরিত নয় বা অসত্য হিসাবে বিশ্বাসযোগ্য, সেক্ষেত্রে উক্ত কর্তৃপক্ষ বা, ক্ষেত্রমত, ট্রাইব্যুনাল উক্ত করদাতার উপর উক্ত আয়বর্ষের জন্য ১ (এক) লক্ষ টাকা জরিমানা আরোপ করতে পারবেন।