প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখতে চাইলে ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বরাবরে যে আবেদন দাখিল করতে হয় তা মূসক-২.৪ ফরমে দাখিল করা যাবে। মূসক-২.৪ ফরম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর শেষাংশে দেয়া আছে। দয়া করে দেখে নিন। প্রয়োজন হলে আপনি এই গ্রুপের ভ্যাট ফোরামের প্রতিনিধির নিকট থেকে সংগ্রহ করে নিতে পারেন। প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করার কারণ আলাদা শীটে বিস্তারিত লিখে ফরমের সাথে সংযুক্ত করতে হয়।
প্রতিষ্ঠান সাময়িক বন্ধকালীন সময়ে দাখিলপত্র দাখিল করতে হবে না। দাখিলপত্র দাখিল না করার কারণে জরিমানা আরোপ করা যাবে না। প্রতিষ্ঠান কতদিন সাময়িক বন্ধ রাখা যাবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। তাই, আপনার যতদিন ইচ্ছা আপনি সাময়িক বন্ধ রাখতে পারেন। যারা ভ্যাট নিবন্ধন বাতিল করতে চান, তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, প্রথেমেই আপনারা সাময়িক বন্ধের আবেদন দাখিল করবেন। তারপর নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া শুরু করবেন। তাহলে নিবন্ধন বাতিল করতে দেরী হলেও আপনার কোনো সমস্যা হবে না, ইন-শা-আল্লাহ।