Advanced Tax | Professional TaxVAT

রেয়াত নিয়ে ১৫% ভ্যাট পরিশোধ করা সুবিধাজনক | Professionals TaxVAT

রেয়াত নিতে হলে ক্রয় হিসাব পুস্তক (মূসক-৬.১), বিক্রয় হিসাব পুস্তক (মূসক-৬.২) সংরক্ষণ করতে হয়। ভ্যাট চালান (মূসক-৬.৩) ইস্যু করতে হয় এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত দলিলাদি সংরক্ষণ করতে হয়। এগুলো কঠিন কাজ নয়। প্রত্যেকেরই নিজস্ব হিসাবপত্র থাকে। হিসাবপত্র ছাড়া ব্যবসা হয় না। সেই হিসাবপত্র একটু ফরম্যাটেডভাবে রাখতে হয়।

ভ্যাটকে আমরা অনেকে কঠিন মনে করি। তবে, ভ্যাটের মধ্যে অনেক সহজ বিষয় রয়েছে যা আমরা জানি না বা জেনেও নানা কারণে প্র্যাকটিস করি না। আমাদের অনুরোধ বা পরামর্শ হলো, রেয়াত নিয়ে ১৫% ভ্যাট পরিশোধ করুন। হিসাবপত্র সংরক্ষণ করুন। এটা আপনার জন্য এবং সরকারের জন্য উভয়ের জন্য সুবিধাজনক।

ধরুন, আপনি ১৫ টাকা ভ্যাট পরিশোধ করলেন কিন্তু আপনি ১২ টাকা রেয়াত নিলেন। তার অর্থ হলো, আপনি আসলে ৩ টাকা ভ্যাট পরিশোধ করলেন।