বিজ্ঞাপন একটি সেবা, এই সংক্রান্ত খরচের মূসক ৬.৩ চালান থাকলে রেয়াত নিতে কোনো বাঁধা নেই। কোন কোন খরচ এই সেবার অন্তর্ভুক্ত হবে তা ‘বিজ্ঞাপনী সংস্থা’ সেবার পরিধি দেখে নিতে হবে, সার্ভিস কোড S০০৭.০০।
০১. মূসক ৪.৩ তে উপকরণ অংশে বিজ্ঞাপন সেবা উল্লেখ করতে হবে, মূসক ৬.১ এ লিপিবদ্ধ করতে হবে, তাহলে মূসক ৯.১ এর নোট ১৪ এ প্রদর্শনের মাধ্যমে রেয়াত নিতে পারবেন।
০২. বিজ্ঞাপন বিলের সাথে রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত মূসক ৬.৩ দিলে ভ্যাটসহ বিলের টাকা পরিশোধ করতে হবে। সরবরাহমূল্য এক লাখ টাকা হলে নিবন্ধিত ব্যাংকের চেকে পরিশোধ করতে হবে। মূসক ৬.৩ প্রত্যয়িত না হলে ভিডিএস প্রযোজ্য হবে।
০৩. বিজ্ঞাপন সেবার বিলের সাথে মূসক ৬.৩ না পাওয়া গেলে ভ্যাটের অংশ কেটে (ভ্যাটের হার ১৫) রেখে বাকী টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে রেয়াত নেয়া যাবে না।