মূল বিষয় হলো “কম্পিউটার বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত সেবা” বলতে কী বোঝায়? কম্পিউটার জগতে আমরা দেখি হার্ডওয়ার, সফটওয়্যার, ডাটা সেন্টার, ব্যাক-আপ সিস্টেম, নেটওয়ার্কিং, ল্যাপটপ, ডেস্কটপ বা সমজাতীয় অন্য কোনো ডিভাইস, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। এই সব তৈরি, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে যে সেবা প্রদান করা হয়, সেই সেবা হলো কম্পিউটার বিশেষজ্ঞ সেবা।
এসআরও নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ খ্রিষ্টাব্দ এ বর্ণিত সেবার সংজ্ঞা অনুসারে, কনসালট্যান্সি সেবার পরিধি হলো: সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরামর্শ দেয়া ও তদারকি করা।
প্রথম তফসিলের দ্বিতীয় খন্ডের অনুচ্ছেদ ৬(খ)তে কম্পিউটার বিশেষজ্ঞ উল্লেখ করা হয়েছে এবং ব্র্যাকেটে বলা হয়েছে যে কনসালট্যান্সি সেবা ব্যতীত। কনসালট্যান্সি সেবার যে পরিধি রয়েছে সেই পরিধি অনুসারে, কোনো ব্যক্তি যদি সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন বা তদারকি কাজ করেন, তাহলে তা হবে কনসালট্যান্সি সেবা। আর কোনো ব্যক্তি যদি হার্ডওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমষ্টি তথা ডেস্কটপ, ল্যাপটপ, তথ্য প্রযুক্তি সিস্টেম তথা ডাটা সেন্টার, ব্যাকআপ সিস্টেম, নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া কাঠামো ইত্যাদি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ইত্যাদি কাজে সেবা প্রদান করেন তাহলে তা হবে কম্পিউটার বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত সেবা। আইনের প্রথম তফসিল অনুসারে, ব্যক্তিগতভাবে কম্পিউটার বিশেষজ্ঞ সেবা প্রদান করা হলে তা ভ্যাটমুক্ত হবে।
কম্পিউটার বিশেষজ্ঞ কর্তৃক ব্যক্তিগতভাবে প্রদত্ত সেবা ভ্যাট আইনের প্রথম তফসিল অনুযায়ী ভ্যাটমুক্ত হবে। তবে, রেগুলেটরী এজেন্সী যদি এ বিষয়ে অন্যবিধ কোনো নির্দেশনা দেয় বা দিয়ে থাকে, তাহলে তা পরিপালন করতে হবে।