হেড অফিস ও কারখানায় এসি ও লিফট ব্যবহার করা হয়। এগুলো কখনো মেরামত করা হয়, কখনো পার্টস ক্রয় করা হয় আবার কখনো পার্টস ও মেরামত এক সাথে করা হয়।
Repair and maintenance expenses (service code S031.00) পেমেন্টে ১০% ভ্যাট কর্তন করতে হয়। এই হিসাবখাতে সাধারণত মেশিনারিজ, যানবাহন, জেনারেটর প্রভৃতি মেরামত, ত্রুটি সারানো, পার্টস সংযোজন প্রভৃতির খরচ অন্তর্ভুক্ত। সেবার ব্যাখ্যা সংক্রান্ত সাধারণ আদেশ নং ১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক এ নির্মাণ সংস্থা সেবার পরিধি নির্ধারণ করে দেয়া হয়েছে (Service code S004.00)। কোনো অবকাঠামোর সহিত সংযুক্ত বা ব্যবহৃত হয়; যেমন, এসি, ফলস সিলিং, লিফট ইত্যাদি নির্মাণ সংস্থা সেবার অন্তর্ভুক্ত হবে। মেরামত বা রক্ষণাবেক্ষণও এই সেবার অন্তর্ভুক্ত। তাই লিফট ও এসি’র মেরামত বিলে ‘নির্মাণ সংস্থা সেবা’ হিসেবে ৭.৫% ভিডিএস প্রযোজ্য হবে।