ধারা-২৭৫। কর পরিশোধে খেলাপি হবার জরিমানা | Professionals TaxVAT

Income Tax and VAT

ধারা-২৭৫। কর পরিশোধে খেলাপি হবার জরিমানা | Professionals TaxVAT

যেক্ষেত্রে কোনো করদাতা কর পরিশোধে খেলাপি হন বা খেলাপি হিসাবে গণ্য হন, সেক্ষেত্রে উপকর কমিশনার এই মর্মে নির্দেশ প্রদান করতে পারবেন যে, উক্ত করদাতার নিকট হইতে, বকেয়া করের অতিরিক্ত, উক্ত বকেয়া করের অধিক হবে না এইরূপ অঙ্ক জরিমানা হিসাবে আদায় করা যাবে।