ধারা-২৭৭। ধারা ২৩৭ এর বিধান পরিপালন না করবার জরিমানা | Professionals TaxVAT
যেক্ষেত্রে কোনো ব্যক্তি ধারা ২৩৭ অনুসারে কোনো তথ্য বা দলিল বা রেকর্ড রাখতে, সংরক্ষণ করতে বা সরবরাহ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার, অংশ ১৯ এর বিধানাবলি ক্ষুণ্ণ না করে, উক্ত ব্যক্তির উপর ব্যক্তি কর্তৃক সম্পাদিত প্রতিটি আন্তর্জাতিক লেনদেনের মূল্যমানের অনধিক ১% (এক শতাংশ) জরিমানা আরোপ করতে পারবেন।