ধারা-২৮৩। জরিমানা অন্য কোনো দায়ের অধিকারকে ক্ষুণ্ণ করবে না | Professionals TaxVAT

Bangladesh professionals vat and tax lawধারা-২৮৩। জরিমানা অন্য কোনো দায়ের অধিকারকে ক্ষুণ্ণ করবে না | Professionals TaxVAT

এই অংশের অধীন কোনো ব্যক্তির উপর আরোপিত কোনো জরিমানা এই আইন অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন কোনো দায় যার জন্য উক্ত ব্যক্তি দায়ী বা দায়ী হতে পারে এরূপ দায়ের অধিকারকে ক্ষুণ্ণ করবে না।