ধারা-২৮৪। সংশোধিত আয়ের পরিমাণের ভিত্তিতে জরিমানা আদেশ সংশোধন | Professionals TaxVAT

Bangladesh professionals vat and tax law (TaxVAT)

ধারা-২৮৪। সংশোধিত আয়ের পরিমাণের ভিত্তিতে জরিমানা আদেশ সংশোধন | Professionals TaxVAT

(১) যেক্ষেত্রে এই অংশের অধীন আরোপিত কোনো জরিমানার পরিমাণ এই আইনের বিধানাবলির আওতায় নির্ধারণকৃত আয়ের পরিমাণের সাথে সরাসরি সম্পর্কযুক্ত এবং এই আইনের অধীন প্রদত্ত কোনো আদেশ দ্বারা পরবর্তীতে উক্ত আয়ের পরিমাণ সংশোধিত হয়েছে, সেক্ষেত্রে উপকর কমিশনার আয়ের পরিমাণ সংশোধন করবার সময় সংশোধিত জরিমানার আদেশ জারি করতে পারবেন।

 

* ২৬৬, ২৭৫ ডিসিটি সরাসরি জরিমানার আদেশ করতে পারবে।

* ২৬৭, ২৬৮, ২৬৯, ২৭০, ২৭১, ২৭২, ২৭৩, ২৭৪ রেঞ্জের পূর্বানুমোদন করবে।

#তথ্য উৎস: আয়কর আইন-২০২৩