এক পৃষ্ঠার রিটার্ন ফর্ম কাদের জন্য প্রযোজ্য? । Professionals TaxVAT

Professionals TaxVAT

এক পৃষ্ঠার রিটার্ন ফর্ম কাদের জন্য প্রযোজ্য? । Professionals TaxVAT

আপনি এক পৃষ্ঠার রিটার্ন দাখিল করার জন্য উপযুক্ত কিনা তা নিচের কয়েকটি শর্ত থেকে জেনে নিন ।

১। করযোগ্য আয় ৫,০০,০০০ টাকার অধিক না হলে;

২। মোট পরিসম্পদ ৪০ লাখ টাকার অধিক না হলে;

৩। কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক না হলে;

৪। কোনো মোটর গাড়ির মালিকানা না থাকলে;

৫। বিদেশে কোনো পরিসম্পদ না থাকলে;

৬। সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট-এ বিনিয়োগ না থাকলে ।

 

মোহাম্মদ আদনান

আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড