কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে কী হয় | Professionals TaxVAT
- আয়কর আইন ২০২৩ অনুযায়ী কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে না।
- মোট করদায়ের উপর মাসিক ৪% হিসেবে সুদ দিতে হবে।
- অর্থাৎ আপনি যদি কোনো অগ্রিম কর দিয়েও থাকেন বা উৎসে যদি কোনো কর প্রদান করা হয়েও থাকে তা বিবেচনা করা হবে না।
- কোন মাসের ভগ্নাংশও এক মাস হিসেবে বিবেচিত হবে। যেমন, কোন করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি পরে তিনি ডিসেম্বর মাসের ০৭ তারিখে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাহলে এক্ষেত্রে এক মাসের জন্য ৪% করে সুদ দিতে হবে।
- আবার ধরুন, কোন করদাতা জানুয়ারি মাসের ১৬ তারিখে রিটার্ন দাখিল করেছেন তাহলে দুই মাসের জন্য ৪% করে বকেয়া করের উপর সুদ দিতে হবে।
মোহাম্মদ আদনান
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড