কীভাবে করের টাকা জমা দিবেন? । Professionals TaxVAT
- এখন থেকে আয়কর অটোমেটেড চালান বা এ-চালান অথবা ইলেক্ট্রনিক পেমেন্ট-এর মাধ্যমে জমা দিতে হবে।
- প্রতিটি চালানই স্বয়ংক্রিয় ‘কিউআর কোড’ হবে যার ফলে খুব সহজেই চালানের সত্যতা যাচাই কর যাবে। আপনি হয়তো জানেন, বর্তমানে একটি ট্রেজারি চালান ব্যাংকে জমা দেয়ার পূর্বে একই কপির তিনটি কপি করতে হয় । যার একটি ব্যাংক, একটি যার কাছ থেকে কাটা হয়েছে তাকে এবং আরেকটি নিজের কাছে রেখে দিতে হয়। কিন্তু এ-চালানের ফলে আরেকটি সুবিধা হলো, একাধিক চালান ফরম আর করতে হবে না। শুধু একটি চালান ফরম পূরণ করলেই হবে। ঝামেলাবিহীন এবং দ্রুত সময়ের মধ্যেই আপনি ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে এ চালান করতে পারবেন।
মোহাম্মদ আদনান
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড