ট্যাক্স ফেরত (রিফান্ড) পদ্ধতি । Tax Refund | Professionals TaxVAT
আইন ও বিধি মোতাবেক ট্যাক্স ফেরত(রিফান্ড) প্রাপ্তির নিম্নবর্ণিত শর্ত ও পদ্ধতি অনুসরণপূর্বক আবেদন করতে হবে, যথা:-
- মূল্য সংযোজন কর দাখিলপত্র ফরম মূসক- ৯.১ এর Part-10: Closing Balance এ উল্লিখিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) ধারা ৬৮ হতে ৭২ এবং বিধি ৫২ হতে ৫৭ এর শর্তাদি পরিপালন সাপেক্ষে Part – 11: Refund এ নিবন্ধিত করদাতা কর্তৃক ফেরত দাবির আবেদন করলে কমিশনার ফেরত প্রদানের কার্যক্রম শুরু করবেন;
- কোন নিবন্ধিত ব্যক্তির টার্নওভারের ৫০ শতাংশ বা তার বেশি আইনের তৃতীয় অধ্যায়ে বর্ণিত শূন্যহার বিশিষ্ট সরবরাহ হয়,
- উক্ত ব্যক্তির উপকরণ ব্যয়ের ৫০ শতাংশ বা তার বেশি আমদানি বা অর্জন হতে উদ্ভুত হয়
- কিংবা উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতির ফলে নিয়মিতভাবে অতিরিক্ত উপকরণ কর রেয়াতের উদ্ভব হয়
- এবং ফেরত দাবিকৃত অর্থের পরিমাণ যদি অনুর্ধ্ব ৫০ হাজার টাকা হয় তাহলে পরবর্তী কর মেয়াদে তা হ্রাসকারী সমন্বয় হিসেবে জের টানতে হবে।
- যদি তা ৫০ হাজার টাকার উর্ধ্বে হয় তাহলে তিনি কমিশনারের নিকট উক্ত অর্থ ফেরত প্রদানের আবেদন করতে পারবেন।
ঋণাত্মক জের পরবর্তী কর মেয়াদে সমন্বয়ের ক্ষেত্রে অনুসরণীয় পদক্ষেপ:
(ক) পূর্বের কর মেয়াদ হতে জের টানা অতিরিক্ত অর্থের এমন অংশ হ্রাসকারী সমন্বয় করতে হবে যাতে প্রদেয় অর্থের পরিমাণ শূন্যে হ্রাস পায়;
(খ) জের টানা অতিরিক্ত অর্থ সময়ের ক্রমানুসারে সমন্বয় করতে হবে, সর্বাপেক্ষা পূর্বের জের প্রথমে এবং সর্বাপেক্ষা নতুন জের শেষে সমন্বয় করতে হবে;
(গ) জের টানা অতিরিক্ত অর্থ ততক্ষণ পর্যন্ত সমন্বয় করতে হবে যতক্ষণ না জের টানা সমুদয় অতিরিক্ত অর্থ বিয়োজিত হয় এবং নির্দিষ্ট মেয়াদের জন্য জের টানা অতিরিক্ত অর্থের আংশিক বা সমুদয় পরিমাণ ৬ (ছয়) টি কর মেয়াদ পর্যন্ত জের টানা হয়।
ফেরত প্রদানের পূর্বে নিম্নবর্ণিত শর্ত পূরণ করতে হবে,
(ক) অর্থ ফেরতের জন্য আবেদনকারীকে চলতি কর মেয়াদ পর্যন্ত সকল মূসক দাখিলপত্র পেশ করতে হবে;
(খ) ফেরত দাবীকৃত অর্থ ফেরতযোগ্য হলে উক্ত অর্থ হতে প্রথমে এ আইনের অধীন উক্ত ব্যক্তির পাওনা বকেয়া দায়-দেনা (সুদ, দণ্ড বা জরিমানাসহ) হ্রাস করতে হবে; এবং
(গ) উল্লিখিত অর্থ হ্রাস করার পর অবশিষ্ট অর্থের পরিমাণ অনুর্ধ্ব ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা হলে উহা ফেরত প্রদান না করে উক্ত অর্থ পরবর্তী ০৬ (ছয়)টি কর মেয়াদে হ্রাসকারী সমন্বয় হিসেবে পণ্য করার লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তিকে অনুমতি প্রদান করতে হবে।
প্রাপ্ত আবেদন যথাযথ পাওয়া গেলে এবং সকল শর্ত পূরণ করলে এবং ফেরত দাবিকৃত অর্থের পরিমাণ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা বা তার বেশি হলে কমিশনার আবেদন প্রাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে আবেদনকারীর ব্যাংক হিসাবে ফেরতযোগ্য অর্থ জমা করবেন অথবা তার অনুকূলে একটি ক্রসড চেক ইস্যু করবেন।
মোহাম্মদ আদনান
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড