রিটার্নে বেশি স্বর্ণ দেখালে কী হয় | Tax on Gold | Professionals TaxVAT
রিটার্নে বেশি স্বর্ণ দেখালে লাভের থেকে ঝামেলাই বেশি। কারণ যেটা আপনার নেই তা দিলে প্রশ্ন উঠতেই পারে। ধরুন, আপনি ৪৫ হাজার টাকা বেতনে চাকরি করেন। স্বামী-স্ত্রী মিলে দুজনের সংসার । এই টাকা পেয়ে সংসার চালিয়ে কীভাবে আপনি পঞ্চাশ ভরি স্বর্ণের মালিক হলেন? এই প্রশ্ন আয়কর কর্মকর্তা আপনাকে করতেই পারেন। এর সঠিক উত্তর না দিতে পারলেই আপনি সমস্যায় পড়তে পারেন।
স্বর্ণের পরিমাণ কতটুকু দেখাবেন?
স্বর্ণ সবার কাছেই কম-বেশি থাকে। গত ৩০ জুন ২০২৩-এ একজন করদাতার হাতে যে পরিমাণ স্বর্ণ থাকবে তা তার আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে। স্বর্ণ আপনি বিভিন্ন উপায়ে পেতে পারেন। যেমন, আপনি নিজে ক্রয় করতে পারেন বা প্রিয়জনদের কাছ থেকে উপহার পেতে পারেন। আপনি যে উপায়েই স্বর্ণের অধিকারী হোন না কেন রিটার্নে টাকার পরিমাণ কত উল্লেখ করবেন বা আদৌ দেখানো ঠিক হবে কি না, তা নিয়ে একটি জটিলতা দেখা দেয়।
স্বর্ণ ক্রয়
ক্রয়কৃত স্বর্ণ দেখানো সহজ। আপনি সরাসরি যে টাকা দিয়ে কিনেছেন তা উল্লেখ করবেন। ২০২২-২৩ আয়বছরে আপনি যে পরিমাণ স্বর্ণ কিনেছেন তার ক্রয়মূল্য এবং সঙ্গে গত রিটার্ন দাখিল করার সময় যে মূল্য দেখিয়েছিলেন তা যোগ করে উল্লেখ করবেন। আপনি যখন রিটার্ন ফরম পূরণ করবেন তখন দরকারি কাগজপত্রের মধ্যে গত বছরের রিটার্ন ফরমও সঙ্গে রাখবেন। কারণ, গত বছর আপনি সম্পদ, দায় এবং ব্যয় কত দেখিয়েছেন তার দরকার পড়ে।
যেমন, ওপরে বললাম আপনি গত বছর যতটুকু পরিমাণ স্বর্ণ দেখিয়েছেন তার সঙ্গে যদি ক্রয় করেন তাহলে তা যোগ করে দেখাতে হবে। তাই প্রতিবছরই রিটার্ন ফরম পূরণ হয়ে গেলে ট্যাক্স সার্কেলে জমা দেয়ার পূর্বে যেসব কাগজপত্র জমা দিচ্ছেন তার সব ফটোকপি করে রাখুন। ভবিষ্যতে কাজে লাগবে।
ঠিক একইভাবে আপনি যদি স্বর্ণ কোনো কারণে বিক্রি করে থাকেন বা কাউকে উপহার দিয়ে থাকেন, তাহলে তা বাদ দিয়ে যেটুকু আপনার কাছে আছে কেবল সেটুকুর মূল্য/ পরিমাণ লিখবেন।
আপনি যেমন আপনার প্রিয়জনকে স্বর্ণ উপহার দিতে পারেন, তেমনি আপনি আপনার প্রিয়জনের কাছ থেকেও স্বর্ণ উপহার হিসেবে পেতে পারেন।
উপহার পাওয়া স্বর্ণের মূল্য কত দেখাবেন?
আপনি যেটা কিনেছেন খুব সহজেই রিটার্নে সেটার মূল্য লিখে দিয়েছেন। কিন্তু উপহার পাওয়ার ক্ষেত্রে আপনি তো আসল দাম নাও জানতে পারেন। সেক্ষেত্রে কী করবেন?
এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, আপনি যেটুকু উপহার পেয়েছেন তার পরিমাণ উল্লেখ করে টাকার ঘর ফাঁকা রাখা এবং মন্তব্য লিখে দিতে পারেন, উপহার হিসেবে পেয়েছেন। আপনার যদি আগের বছরগুলোতেও এমন উপহার পাওয়া স্বর্ণ থাকে তাহলে সবটুকুর পরিমাণ উল্লেখ করে টাকার ঘর ফাঁকা রেখে দেবেন।
তবে কেউ কেউ উপহার পাওয়া স্বর্ণের মূল্য উল্লেখ করতে চান। সেক্ষেত্রে আপনি আনুমানিক একটা মূল্য ধরে লিখে দিতে পারেন। এর ফলে আপনার নিট সম্পদের পরিমাণ বেড়ে যাবে। এবং এভাবে বেড়ে যদি ৪ কোটি টাকা অতিক্রম করে তাহলে আপনাকে একটি নির্দিষ্ট হারে সারচার্জ দিতে হবে। এজন্য যেহেতু আপনি উপহার পাওয়া স্বর্ণের প্রকৃত মূল্য জানেন না, তাই না লেখাই বুদ্ধিমানের কাজ হবে।
রিটার্নে আপনাকে একটি প্রতিপাদন দিতে হয় যেখানে লেখা থাকে, রিটার্ন এবং বিবরণী ও সংযুক্ত প্রমাণাদিতে প্রদত্ত তথ্য আমার বিশ্বাস এবং জানামতে সঠিক এবং সম্পূর্ণ। এর নিচেই আপনাকে স্বাক্ষর করতে হয়।
তবে আপনি যদি অবিবাহিত হন এবং সেক্ষেত্রে যদি স্বর্ণ না থাকে তাহলে কিছু লেখার দরকার নেই। ফাঁকা রাখবেন। সহজ কথা হলো, আপনার কাছে যা আছে তাই রিটার্নে দাখিল করবেন। এর বেশি বা কম করতে গেলেই আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন।
মোহাম্মদ আদনান
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড