সারচার্জ কখন দিতে হয়? এর হার কত? | Surcharge Rate | Professionals TaxVAT

Professionals TaxVAT | Surcharge

সারচার্জ কখন দিতে হয়? | Surcharge | Professionals TaxVAT

  • আইটি-১০বি(২০২৩) এর পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীর ১০ নম্বর সিরিয়ালে যদি ৪ কোটি টাকা অতিক্রম করে তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে।
  • শুধু যে নিট পরিসম্পদের পরিমাণ ৪ কোটি টাকা অতিক্রম করলেই সারচার্জ দিতে হবে এমন নয়। এর বাইরে কিছু ব্যতিক্রমও আছে।
  • যদি কোনো করদাতার একাধিক গাড়ি থাকে অথবা
  • কোনো সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি থাকে তাহলে নিট পরিসম্পদ ৪ কোটি অতিক্রম না করলেও সারচার্জ দিতে হবে।

সারচার্জের হার:

সম্পদ সারচার্জ হার
নিট পরিসম্পদকোটি টাকা পর্যন্ত শূন্য
নিট পরিসম্পদকোটি টাকার অধিক কিন্তু ১০ কোটি টাকার বেশি না; বা 

নিজ নামে একের অধিক মোটর গাড়ি; বা 

কোন সিটি করপোরেশন এলাকায় মোটহাজার বর্গফুটের 

অধিক আয়তনের গৃহ-সম্পত্তি

১০%
নিট পরিসম্পদ ১০ কোটি টাকার অধিক কিন্তু ২০ কোটি টাকার বেশি না; ২০%
নিট পরিসম্পদ ২০ কোটি টাকার অধিক কিন্তু ৫০ কোটি টাকার বেশি না; ৩০%
নিট পরিসম্পদ ৫০ কোটি টাকার অধিক ৩৫%

 

মোহাম্মদ আদনান

আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড