পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী কাদের জন্য প্রযোজ্য? | Professionals TaxVAT

Professionals TaxVAT | Income tax and VAT

পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী কাদের জন্য প্রযোজ্য? | Professionals TaxVAT

মোট পরিসম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা অতিক্রম না করলে আয়কর রিটার্নের সঙ্গে সম্পদ বিবরণী দাখিল বাধ্যতামূলক নয়। তবে এর বাইরে আরো কিছু শর্ত রয়েছে, যদি এর মধ্যে কোনো একটি শর্ত পূরণ হয় তাহলে বাধতামূলকভাবে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করে দাখিল করতে হবে। নিচের শর্তগুলো মিলিয়ে নিন, যদি কোনো একটি শর্ত পূরণ হয় তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে মূল রিটার্নের সঙ্গে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী সংযুক্ত করতে হবে।

  • সকল গণকর্মচারী:
  • যদি আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ি (জিপ বা মাইক্রোবাসসহ)-এর মালিকানা থাকে; অথবা
  • কোন সিটি করপোরেশন এলাকায় গৃহ-সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে; অথবা
  • বিদেশে কোনো পরিসম্পদের মালিক হয়েছেন;
  • কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হয়েছেন;
  • অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি বাংলাদেশি নন তারা কেবল বাংলাদেশে অবস্থিত সকল সম্পদের তথ্য প্রদানকরবেন।
  • ওপরের শর্ত পূরণ না হলেও কোনো ব্যক্তি করদাতা চাইলে স্বতঃপ্রণোদিতভাবে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দাখিল করতে পারেন।

 

মোহাম্মদ আদনান

আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড