শূন্য হার বিশিষ্ট সরবরাহ কী | Professionals TaxVAT

Income tax and VAT in Bangladesh

শূন্য হার বিশিষ্ট সরবরাহ কী | Professionals TaxVAT

ধারা-২১,২২,২৩,২৪ এবং বিধি-১৮ক,১৮খ ও ১৮গ
শূন্য হার বিশিষ্ট সরবরাহ মানে হচ্ছে যেখানে ভ্যাট প্রযোজ্য আছে কিন্তু ভ্যাটের হার হচ্ছে শূন্য। ধারা-২২,২৩ ও ২৪ এ যা আছে তার উপর শূন্য হার প্রযোজ্য। শূন্য হার ও অব্যাহতি প্রাপ্ত দুটো বিষয় এক নয়। যদি কোন সরবরাহ শূন্য হার বিশিষ্ট ও অব্যাহতি প্রাপ্ত হয় তবে সরবরাহটি অব্যাহতি প্রাপ্ত না হয়ে শূন্য হার বিশিষ্ট হবে। [ধারা-২১]
কোন পণ্য বা সেবা অব্যাহতি প্রাপ্ত হলে তার জন্য কোন হিসাব সংরক্ষণ বা নিবন্ধনের দরকার নেই, কিন্তু কোন কারনে যদি নিবন্ধন নেয় তবে নিবন্ধিত হিসেবে সকল আইন মানতে হবে।
শূন্য হার বিশিষ্ট সরবরাহের বেলাতেও মুসক-৯.১ এ হিসাব দেয়ার বাধ্যকতা আছে। শূন্য হারের বেলায়ও রেয়াত পাওয়া যাবে।
পণ্য বা সেবা রপ্তানির বেলায় অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের বেলায় উপকরণের উপর পরিশোধ করা করে রেয়াত বা সমন্বয় করা যায়না, কিন্তু যদি শূন্য হারে সরবরাহ করে তবে রেয়াত বা সমন্বয় করা যায়।

 

Bangladesh Professionals VAT and Tax Law Firm