মূসক | Value Added Tax | Professionals TaxVAT

Bangladesh professionals vat and tax law (TaxVAT)

মূসক | Value Added Tax | Professionals TaxVAT

চুক্তিভিত্তিক উৎপাদনকারীকে যদি প্রকৃত মালিক উপকরণ সরবরাহ না করে তবে চুক্তিভিত্তিক উৎপাদনকারী মুসক-৬.৪ পূরণ করে উৎপাদিত পণ্য মূল মালিককে সরবরাহ করবে। চুক্তিভিত্তিক উৎপাদনকারী উৎপাদিত পণ্য সরবরাহের সময় কোন কর পরিশোধ করতে হবেনা। চুক্তিভিত্তিক উৎপাদনকারীকে সমুদয় উপকরণের অপচয় এবং উপকরণ মুল্যসহ সংযোজনের খাত উল্লেখ করে মুসক-৪.৩ দাখিল করতে হবে। উপকরণের মূল্যও উল্লেখ করতে হবে। সংযোজনের বেলায় চুক্তিমুল্য অনুযায়ী কোন কোন খাতের বিপরীতে সংযোজন হলো তার খাত ভিত্তিক বর্ননা লিখতে হবে। যদি কোন উৎপাদনের প্রাথমিক উপকরণের মাধ্যমে অন্য কোন উপকরণ তৈরি করতে হয় তখন ঐ উপকরণ তৈরীতে যে পরিমাণ উপকরণ ব্যবহার হবে তার সকল ব্যয় বিশ্লেষন এবং অপচয় উল্লেখ থাকতে হবে, মানে নিজে কোন পণ্য উৎপাদন করার সময় যেভাবে সহগ ঘোষণা দাখিল করতে হয় সেভাবে দাখিল করতে হবে। চুক্তিভিত্তিক উৎপাদনকারীকে পেমেন্ট পাবার পর মুসক-৬.৩ ইস্যু করতে হবে ও প্রযোজ্য করও পরিশোধ করতে হবে। মুসক-৬.৩ তে চুক্তিমুল্য লিখতে হবে। উপকরণ সমূহ ক্রয় খাতা ৬.১ এবং উৎপাদিত পণ্য বিক্রয় খাতা ৬.২ তে লিপিবদ্ধ করবে। উৎপাদিত পণ্য অব্যাহতিপ্রাপ্ত হলে চুক্তিভিত্তিক উৎপাদকেরও উক্ত অব্যাহতি প্রযোজ্য হবে। সরবরাহের উপর মুসক প্রযোজ্য হলে তা পরিশোধ করতে হবে।

 

Bangladesh Professionals VAT and Tax Law Firm