শিক্ষকের টিউশনের আয় কি করযোগ্য হবে? | Professionals TaxVAT

শিক্ষকের টিউশনের আয় কি করযোগ্য হবে? | Professionals TaxVAT

একজন শিক্ষক চাকরির পাশাপাশি যদি প্রাইভেট টিউশনি করেন তাহলে চাকরি করে যে আয় হয়েছে ওই আয়সহ টিউশনি থেকে আয়ের ওপরও কর দিতে হবে। কিন্তু কীভাবে তিনি আয় ও কর নির্ণয় করবেন? এখন তাই জানব।

আপনি যদি শিক্ষকতা করেন তাহলে আপনি চাকরি করে যে আয় হয়েছে তা থেকে অব্যাহতি প্রথমে বাদ দিয়ে করযোগ্য আয় বের করবেন। তবে সরকারি এবং বেসরকারি শিক্ষকের বেতন থেকে করযোগ্য আয় বের করার নিয়ম সম্পূর্ণ আলাদা। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে করের আওতা অনেক কম। এজন্য তাদের আয়কর গণনা করাও অনেকটা সহজ।

আপনি যদি বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তাহলে ‘বেসরকারি চাকরিজীবী করদাতার করদায় গণনা’ দেখে নিন। এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করেছি; এবং ওই অনুযায়ী প্রথমে আপনি চাকরি থেকে যে আয় হয়েছে তার করযোগ্য আয় বের করুন। করযোগ্য আয় পর্যন্ত করে এবার এই লেখাটি থেকে শুরু করুন। অর্থাৎ, করযোগ্য আয় গণনার পর বিনিয়োগ ভাতা, কর রেয়াত গণনা এবং করদায় গণনা করার দরকার নেই। কারণ, টিউশনি করে যে আয় বের হবে তা যোগ করে একত্রে আপনার করদায় বের করব।

আর আপনি যদি শুধু শিক্ষকতাই করেন তাহলে এই অধ্যায় আপনার জন্য প্রযোজ্য নয়। তবে কেউ যদি শুধু টিউশনি করে জীবিকা চালিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই লেখাটি প্রযোজ্য। চলুন একটি উদাহরণ ব্যবহার করে ধাপে ধাপে করযোগ্য আয়, বিনিয়োগ ভাতা, কর রেয়াত নির্ণয় এবং করদায় বের করি।

জনাব এহতেশাম একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি সকালে এবং সন্ধ্যার পরে একটি রুম ভাড়া নিয়ে ৪টি ব্যাচে ৫ জন করে ছাত্র পড়িয়ে থাকেন। প্রতি ছাত্রের কাছ থেকে মাসে তিনি ৫,০০০ টাকা নিয়ে থাকেন। তিনি যে রুম ভাড়া নিয়েছেন তার মাসিক ভাড়া ১০,০০০ টাকা এবং আনুষঙ্গিক আরো ২,০০০ টাকা খরচ হয়ে থাকে।

সারাবছরে তিনি জীবন বীমা প্রিমিয়াম দিয়েছেন ২,০০,০০০ টাকা, নতুন করে শেয়ার কিনেছেন ৩,৫০,০০০ টাকা এবং ডিপিএস করেছেন ৬০,০০০ টাকা । এবার একে একে করযোগ্য আয়, বিনিয়োগ ভাতা, কর রেয়াত এবং করদায় গণনা করব ।

 

করযোগ্য আয় গণনা 

শুরুতেই বলেছিলাম, টিউশনি করে যে আয় হয়েছে তা থেকে খরচ বাদ দিয়ে করযোগ্য আয় বের করব। ওপরে জনাব এহতেশামের যে উদাহরণ দিয়েছি সেখানে কিছু তথ্য মাসিক ভিত্তিতে উল্লেখ রয়েছে। যেহেতু সারাবছরের আয় হিসাব করছি তাই যে আয়গুলো মাসিক রয়েছে তাকে বাৎসরিক করে নেব।

সরাসরি নিচের টেবিলে জনাব এহতেশামের টিউশনি থেকে যে আয় হয়েছে তা থেকে অব্যাহতি বাদ দিতে করযোগ্য আয় বের করব।

 

ক্র. নং বিবরণ টাকা
০১ টিউশনি থেকে আয় (৪×৫×৫,০০০ x ১২ ) ২৪,০০,০০০
০২ রুম ভাড়া (১০,০০০x১২) (১,২০,০০০)
০৩ আনুষঙ্গিক খরচ (২,০০০x১২) (২৪,০০০)
টিউশনি থেকে মোট আয় ১০,৫৬,০০০
চাকরি করে বেতন খাতে আয় ১৪,৩৬,০০০
মোট করযোগ্য আয় ২৪,৯২,০০০

 

ওপরের টেবিলে জনাব এহতেশামের টিউশনি এবং বেতন খাতে মোট করযোগ্য আয় ২৪,৯২,০০০ টাকা পেয়ে গেছি। আপনার মনে হয়তো এখন কয়েকটি প্রশ্ন এসে জড়ো হয়েছে।

এক, অনেকেই নিজ বাসায় ছাত্র পড়িয়ে থাকেন, তখন কী হবে? এক্ষেত্রে আপনি যেহেতু নিজ বাসায় ছাত্র পড়াচ্ছেন, কোনো খরচ হচ্ছে না। তাই আপনি কোনো খরচ বাদ দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার টিউশনি থেকে মোট আয় ১২ লাখ টাকাই হবে করযোগ্য আয়।

দুই, টিউশনি খাতে আয়ের সঙ্গে বেসরকারি চাকরিজীবীর বেতন খাতে যে করযোগ্য আয় ১৪,৩৬,০০০ টাকা হয়েছে তা যোগ করেছি।

এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ওপরে দুটি খাত থেকে করযোগ্য আয় নির্ণয় করেছি। একটি হলো বেতন খাত এবং অন্যটি টিউশন খাতবেতন খাত থেকে যে করযোগ্য আয় হয়েছে তা আয়কর রিটার্নের বেতন খাতের ঘরে লিখব । আর টিউশনি করে যে আয় হয়েছে তা অন্যান্য উৎস হতে আয় ঘরে লিখব। 

যেহেতু করযোগ্য আয় পেয়ে গেছি তাই এবার বিনিয়োগ ভাতা বের করে কর রেয়াত নির্ণয় করব।

 

বিনিয়োগ ভাতা এবং কর রেয়াত 

আগে জেনেছিলাম, করযোগ্য আয়ের ৩% কর রেয়াত হিসেবে দাবি করা যায়। তাহলে জনাব এহতেশামের করযোগ্য আয় ২৪,৯২,০০০ টাকার ৩% হিসেবে কর রেয়াত হবে ৭৪,৭৬০ টাকা।

এবার দেখতে হবে তিনি প্রকৃতপক্ষে কত বিনিয়োগ করেছেন এবং তার উপর তিনি কর রেয়াত কত পাবেন। নিচের টেবিলে চলুন তার প্রকৃত বিনিয়োগ দেখে নিই ।

 

ক্র. নং বিনিয়োগ খাত টাকা
০১ ভবিষ্য তহবিল (৯৬,০০০x২) ১,৯২,০০০
০২ ডিপিএস (৫,০০০×১২) ৬০,০০০
০৩ জীবন বীমা প্রিমিয়াম ২,০০,০০০
০৪ শেয়ার ক্রয় ৩,৫০,০০০
মোট প্রকৃত বিনিয়োগ ৮,০২,০০০

 

উপরের টেবিল থেকে দেখতে পাচ্ছি জনাব এহতেশাম বিনিয়োগ করেছেন ৮,০২,০০০ টাকা। এই টাকার উপর ১৫% হিসেবে কর রেয়াত পাবেন ৭৬,৫৬৯ টাকা। কিন্তু তিনি ৭৪,৭৬০ টাকা কর রেয়াত ভোগ করতে পারবেন। যদিও তিনি বেশি বিনিয়োগ করেছেন কিন্তু তিনি ৭৪,৭৬০ টাকাই কর রেয়াত সুবিধা পাবেন ।

যেটা আগের পোস্টে বলেছিলাম, আপনার বিনিয়োগ ভাতার যে সীমা রয়েছে তার থেকে অবশ্যই কিছু বেশি বিনিয়োগ করে রাখবেন। এতে করে কর রেয়াত সুবিধার পুরোটাই ভোগ করা যাবে।

জনাব এহতেশাম যদি ৮,০২,০০০ টাকার জায়গায় ৪,০০,০০০ টাকা বিনিয়োগ করতেন তাহলে কিন্তু তিনি এই ৪,০০,০০০ টাকার উপরে ৬০,০০০ টাকা কর রেয়াত সুবিধা পেতেন। এতে করে তিনি ১৪,৭৬০ টাকা কর রেয়াত সুবিধা কম পেতেন।

তাহলে কর রেয়াত পেয়ে গেলাম। তবে আপনার মনে হয়তো একটি প্রশ্ন এসেছে, ভবিষ্য তহবিল কেন ৯৬,০০০ টাকা নিয়ে এলাম এবং কেন আবার ২ দিয়ে গুণ করলাম?

এর কারণ হলো, জনাব এহতেশাম যেহেতু চাকরি করেন এবং সেখানে তার বেতন থেকে প্রতিমাসে ভবিষ্য তহবিলে ৮,০০০ টাকা করে কেটে রাখে অর্থাৎ বছরে ৯৬,০০০ টাকা, তাই এই টাকা বিনিয়োগের সঙ্গে নিয়ে এসেছি। আর দুই দিয়ে গুণ করার কারণ হলো, তিনি নিজে যেমন ভবিষ্য তহবিলে কন্ট্রিবিউট করেন আবার তার কোম্পানিও ঠিক সমপরিমাণ অর্থ কন্ট্রিবিউট করে। তাই দুই দিয়ে গুণ করেছি।

এবার তাহলে আরেকটি প্রশ্ন করতে পারেন, আগের উদাহরণে যে বিনিয়োগের কথা উল্লেখ ছিল তা কেন এখানে নিয়ে আসিনি । এর কারণ হলো, ধরে নিয়েছি এখানে তিনি যে বিনিয়োগ করেছেন তাই তার মোট বিনিয়োগ।

তবে আপনি যখন আপনার নিজের প্রকৃত বিনিয়োগ বের করবেন তখন যে যে খাতে আপনি বিনিয়োগ করেছেন তা একসঙ্গে এনে যোগ করলেই হবে। এবার জনাব এহতেশামের করদায় নিচের টেবিলে গণনা করে দেখাব।

করযোগ্য আয় করহার করদায় (টাকা)
প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত ০%
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ৫% ৫,০০০
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত ১০% ৩০,০০০
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত ১৫% ৬০,০০০
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত ২০% ১,০০,০০০
অবশিষ্ট ৮,৪২,০০০ টাকা পর্যন্ত ২৫% ২,১০,০০০
মোট করদায় ৪,০৫,৫০০
বাদ : কর রেয়াত ৭৪,৭৬০
নিট করদায় ৩,৩০,৭৪০
উৎসে কর কর্তন (১৫,০০০x১২) ১,৮০,০০০
রিটার্নের সঙ্গে প্রদত্ত কর ১,৫০,৭৪০

তাহলে পেয়ে গেলাম মিস্টার ইসলামের নিট করদায় ১,৫০,৭৪০ টাকা। এখানে আপনার প্রশ্ন আসতে পারে, উৎসে কর কর্তনের পরিমাণ কোথায় পেয়েছি?

এটা ধরে নিয়ে আপনাকে দেখিয়েছি যাতে করে আপনি নিজেও আপনার কাছ থেকে উৎসে কর কর্তন করে থাকলে এভাবে বাদ দিতে পারেন। উৎসে কর কর্তন বাদ দেয়ার পর যে অবশিষ্ট করদায় থাকে তা রিটার্ন জমা দেয়ার সময় আপনি চালান করে জমা দিতে পারবেন।

আপনি জানলেন, একজন শিক্ষক চাকরির পাশাপাশি যদি টিউশনি করেন তাহলে কীভাবে করযোগ্য আয় বের করে করদায় গণনা করতে হবে। শিক্ষক যেমন চাকরির পাশাপাশি টিউশনি করে বাড়তি আয় করতে পারেন, আবার তেমনি একজন চিকিৎসকও চাকরির পাশাপাশি প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়তি আয় করতে পারেন এবং এই বাড়তি আয়ের ওপরও একজন চিকিৎসককে কর দিতে হয়। পরবর্তী পোস্টে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

 

Bangladesh Professionals VAT and Tax Law Firm