Company Tax Return দাখিলের সময় যেসব ভুল করা যাবেনা | Professionals TaxVat
Personal Tax Return দাখিল করার শেষ সময় ৩০ নভেম্বর হলেও Company Tax Return দাখিলের শেষ সময় জানুয়ারির ১৫ তারিখ।
সাধারণত কোম্পানি ট্যাক্স রিটার্ন যেভাবে দাখিল করা হয়ঃ
কোম্পানি ট্যাক্স রিটার্ন বছরে একবার,
১০৮এ ধারায় রিটার্ন বছরে একবার,
উৎসে কর রিটার্ন বছরে দুইবার।
Company Tax Return এর জন্য দুইটি জিনিস অত্যাবশ্যক।
এক, অডিট রিপোর্ট;
দুই, ব্যাংক স্টেটমেন্ট।
কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট এর সকল তথ্য অডিট রিপোর্টে যেন সঠিকভাবে ইনপুট দেওয়া হয় খেয়াল রাখতে হবে। প্রথমবার Company Tax Return দাখিলের সময় কোম্পানির পরিচালকগণ যেন Paid up Capital আবশ্যিকভাবে কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করেন।
কোম্পানির এমপ্লয়িদের বেতন খাতের খরচের ডকুমেন্টস Company Tax Return এ প্রদর্শিত খরচের পক্ষে দলিল হিসেবে রাখা অত্যন্ত জরুরী। যেমন, বেতনের উৎসে কর কর্তনের ডকুমেন্টস, কোম্পানির ব্যাংক একাউন্ট থেকে এমপ্লয়ির ব্যাংক একাউন্টে স্যালারি ট্রান্সফারের স্টেটমেন্ট।
সেই সাথে কোম্পানিকে এটাও নিশ্চিত করতে হবে যেন এমপ্লয়িরা ৩০ নভেম্বরের মধ্যে Personal Tax Return দাখিল করে, কেননা কোম্পানিকে ১০৮এ ধারায় রিটার্ন দাখিল করতে হবে, যেখানে এমপ্লয়ির দাখিল করা রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্রের কপি কোম্পানিকে ১০৮এ ধারার রিটার্নের মাধ্যমে ট্যাক্স অফিসে জমা দিতে হবে।
Bangladesh Professionals VAT & Tax Law Firm