করদিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে দুই ধরনের করদাতা রয়েছেন-
* নতুন করদাতা যারা টিন নিয়েছেন কিন্তু কখনোই রিটার্ন দাখিল করেননি।
* পুরাতন করদাতা যারা ইতিপূর্বে রিটার্ন দাখিল করিয়াছেন।
- নতুন করদাতা – যারা টিন নিয়েছেন কিন্তু কখনই রিটার্ন দাখিল করেননি তারা ৩০শে জুন পর্যন্ত বা সারা বছরের যে কোন সময় কোন প্রকারের জরিমানা বা বিলম্ব সুদ ব্যতীত বিদ্যমান সকল প্রকারের সুযোগ-সুবিধা সহ ধারা-১৮০ অনুযায়ী স্ব-নির্ধারনী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবেন।
- পুরাতন করদাতা– যারা টিন নিয়ে ইতিপূর্বে রিটার্ন দাখিল করিয়াছেন তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে করদিবস পরবর্তী সময়ে ১৭৪ ধারায় কর পরিগননা করে ধারা ১৮০ অনুযায়ী স্ব-নির্ধারনী পদ্ধতিতে রিটার্ন দাখিল করিতে পারিবেন। তবে এক্ষেত্রে করদাতা কিছু সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবেন। যেমন-সকল প্রকার অব্যাহতি {ধারা-১৭৬ (৫)} বাতিল হবে; আর অব্যাহতি বলতে ধারা ২(২৬) অনুযায়ী করদায় হতে আংশিক বা সম্পূর্ন যুক্ত করা , যথা:-
(ক) রেয়াত , অবকাশ , অব্যাহতি
(খ) হৃাসকৃত হারে কর পরিশোধ বা
(গ) মোট আয় পরিগননা হতে কোন আয় বাদ দেয়া ইত্যাদি
উদাহরণ :- ধরুন জনাব উমর সর্বমোট ৯ লক্ষ টাকা বেতন পান। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করিলে (২/৩ অংশ ) অর্থাৎ করদাতাকে মোট ৬ লক্ষ টাকার উপর কর পরিগননা করে ২০,০০০/- টাকা কর দিতে হবে। কিন্তু কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে ৯ লক্ষ টাকার উপর কর গননা করতে হবে। সেক্ষেত্রে (১ /৩) অংশ অব্যাহতি সুবিধা বাতিল করে মোট ৫৭,৫০০/- টাকা পরিশোধ করতে হবে।
মানে হচ্ছে- (১) সকল প্রকার অব্যাহতি, রেয়াত, হৃাসকৃত হার , অবকাশ সুবিধা বাতিল হয়ে যাবে।
(২) ধারা ১৭৪ অনুযায়ী প্রদেয় করের উপর প্রতি মাসে ৪% হারে অতিরিক্ত আরোপ হবে।
(৩) সাথে ধারা ২৬৬ অনুযায়ী সর্বশেষ নিরুপিত করের ওপর ১০% অথবা ১,০০০/- যাহা নুন্যতম ১,০০০/- টাকা হইবে। তবে এই জরিমানা নতুন করদাতার ক্ষেত্রে; যিনি ইতিপূর্বে কখনই রিটার্ন করেননি তাদের ক্ষেত্রে ৫০০০/- টাকার বেশী হইবে না। আর যিনি ইতিপূর্বে রিটার্ন দাখিল করিয়াছেন তার ক্ষেত্রে সর্বশেষ নিরুপিত প্রদেয় করের ৫০% বা ১০০০/- টাকা , দুটির মধ্যে যেটি বেশী সেটি আরোপ করা হবে।
তবে এক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিল করার পর DCT এর নোটিশ ছাড়া ধারা ২৮০ অনুযায়ী শুনানী ব্যতিত কোন জরিমানা করিতে পারিবে না।
করদাতা যদি যথাসময়ে রিটার্ন দাখিলে ব্যর্থতার যৌক্তিক কারণ দেখাতে পারেন তাহলে উল্লেখিত জরিমানা আরোপ নাও হতে পারে।
তবে করদাতা ধারা ১৭৪ অনুযায়ী কর পরিগননা করে রিটার্ন দাখিল করিলে প্রাপ্তিস্বীকার প্রাপ্তিতে কোন বাধা নেই। সেক্ষেত্রে রিটার্ন দাখিলের পরবর্তীতে উপকর কমিশনারের নোটিশযোগে শুনানির মাধ্যমে জরিমানা চাহিতে বা আরোপ করিতে পারিবে। — (মোনতাজিম বিল্লাল, কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড)